
আজ (১৪ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জনাব মোঃ শহিদুল হক মুন্সী, সহকারী পুলিশ সুপার( শ্রীমঙ্গল সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপঙ্কর ঘোষসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্বারক হাতে তুলে দেন। পাশাপাশি তিনি তার পেশাগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ৩৪ তম বিসিএস ব্যাচের এই পুলিশ কর্মকর্তা মৌলিক প্রশিক্ষণ ও শিক্ষানবিশকাল অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সম্পন্ন করে র্যাব-১০ এ তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি গত ০৪ জুন ২০২১ তারিখ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করে সততা ও সুনামের সাথে তার অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
Discover more from দৈনিক ক্রাইমসিন
Subscribe to get the latest posts sent to your email.