অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে কাজিপুরের চালিতাডাঙ্গায় মানববন্ধন
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি ও চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ সোনামুখী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধনে অংশ নেন ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ। মানববন্ধন থেকে অধ্যক্ষ মোহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবী করে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য খোশলেহাজ উদ্দিন, অধ্যক্ষ ফজলুল হক, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হাজ্জাজ আলী। তারা বলেন, বিগত সরকারের সময়ে একটি মিথ্যা মামলায় অধ্যক্ষ মোহসিন রেজাকে জড়ানো হয়েছে। তিনি একজন শিক্ষাবিদ। সম্প্রতি আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা মোহসিন রেজার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবী জানাচ্ছি। #
Subscribe to get the latest posts sent to your email.