মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্যরকম বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । শনিবার বিকেলে উপজেলার পরানপুরে অবস্থিত বিদ্যানিকেতনের নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান। এতে স্বাগত বক্তব্য রাখেন অন্যরকম বিদ্যানিকেতনর প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা ইয়াছিন আলী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন, আজকে অন্যরকম বিদ্যানিকেতন যা করে দেখালো তা উপজেলার কেনো প্রতিষ্ঠানে এতো সুন্দর কালচারাল অনুষ্ঠান হয়না। আমি মুগ্ধ অভিভূত। আশা করি এই বিদ্যানিকেতনের ভালো ফলাফল এবং সুষ্ঠু সাংস্কৃতিক কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ,
সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার উপস্থিত ছিলেন।