মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কাজিপুরে পথসভা করেছেন সিরাজগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়।
শুক্রবার [২২ ডিসেম্বর] রাতে তিনি কাজি পুর উপজেলার সোনামুখি ইউনিয়নের ৪,নং ওয়ার্ড চরকাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, সকল ষড়যন্ত্র ও অপশক্তির হাতকে ভেঙে দিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের অভ্যন্তরে ও বাইরের অপশক্তিকে বুঝিয়ে দিতে হবে জনগণ উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় দেখতে চায় । এইবার যদি আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় আসে তাহলে দেশের ভিতরে যে অপশক্তি মাথা চারা দিয়েছিল তাদের আজীবনের জন্য শেষ করে দেওয়া হবে।
আরও পড়ুন ..
৪.নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুমন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সোনামুখি ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খাঁন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার.সাবেক উপজেলা যুবলীগ নেতা নাজমুল হোসেন, আমিনা-মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, সোনামুখি ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, ৪.নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ. সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম রেজা, সদস্য শাহাদাত হোসেন, সোনামুখি ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমূখ।