মোঃ আরিফুল হাসান, (ফরিদপুর)
অবশেষে ১৭ বছর পলাতক থাকার পর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা আক্তার’কে গ্রেফতার করেছে র্যাব ১০ ফরিদপুর।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর সহযোগীতায় কক্সবাজার জেলায় একটি যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী টিকটকার জাহানারাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, মিরপুর মডেল থানায় মামলা রুজুর পর সে বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ ও পরিচয় গোপন করে দীর্ঘ ১৭ বছর যাবৎ আত্মগোপন করে ছিলো।
উক্ত আসামীকে আইনের আওতায় আনতে র্যাব ১০
ফরিদপুর কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আসামীর অবস্থান কক্সবাজার সদরে সনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে র্যাব ১৫ এর সহায়তায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Subscribe to get the latest posts sent to your email.