মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
বেআইনিভাবে রাস্তার পাশে ভ্যান গাড়ি রেখে মালামাল বিক্রি, যত্রতত্র পার্কিং করবেন না।
প্রতিষ্ঠান কিংবা অফিসের সম্মুখে রাস্তায় বেআইনি পার্কিং ট্রাফিক ব্যবস্থাপনা মারাত্মকভাবে ব্যাহত করছে। বেআইনি পার্কিং বন্ধ করুন। পুলিশের সেবা নিন।
এভাবেই শহর এলাকায় অবৈধ ও বেআইনিভাবে রাস্তার উপর গাড়ি পার্কিং বন্ধে মাইকিং প্রচারণা শুরু করেছে মৌলভীবাজার জেলা ট্রাফিক বিভাগ।’;
মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইনচার্জ এনামুল হক দৈনিক ক্রাইমসিন কে জানান,নতুন পুলিশ সুপারের মোঃ মনজুর রহমানের নেতৃত্বে এক সপ্তাহ পর শহরের বিভিন্ন সড়কে অভিযান চালানো হবে।;
মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনবহুল এবং যানবাহন চলাচলের রাস্তায়, রাস্তা ও ফুটপাত দখল করে ভ্যানগাড়ীতে সকল প্রকার মালামাল বিক্রয় না করা, ফিটনেসবিহীন যানবাহন এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক যেন কোন প্রকার যানবাহন নিয়ে রাস্তায় বের না হন, হেলমেটবিহীন ও রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেল না চালানো,রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে কোন ধরনের অবৈধ পার্কিং না করা,শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কোন অবস্থায় যানবাহন ঘোরানো এবং পার্কিং না করা।;
আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ট্রাফিক শৃঙ্খলা ও আইন বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগীতা কামনা করছে জেলা ট্রাফিক বিভাগ।;
আরও পড়ুন ….