1. salmankoeas@gmail.com : admin :
অবৈধ টমটম গ্যারেজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিদ্যুৎ বিভাগ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:

অবৈধ টমটম গ্যারেজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না বিদ্যুৎ বিভাগ

হবিগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৮৮ Time View

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ শহরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আবারো শুরু হয়েছে বিদ্যুতের ভেলকিবাজি। ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে তীব্র ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসিকে।;

এছাড়াও নষ্ট হচ্ছে বাসা বাড়িতে থাকা টিভি ফ্রিজ এসিসহ নানা ইলেক্ট্রনিক যন্ত্রপাতি। সাধারণ মানুষের অভিযোগ, পিডিবির কর্মকর্তাদের কাছে ফোন করলেই তারা বলেন সরবরাহ কম।;

অথচ শহরসহ আশপাশের এলাকাগুলো রয়েছে শতাধিক অবৈধ টমটম গ্যারেজ। যে কারণে ওইসব গ্যারেজে টমটমের পেটে যাচ্ছে বিদ্যুতের একটি বড় অংশ। যদিও সেগুলো দেখেও না দেখার টালবাহানা করছে বিদ্যুৎ বিভাগ।;

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের বিদ্যুত ব্যবস্থাকে পিডিবি কয়েকটি ফিডারে ভাগ করেছে। আর এসব ফিডারে নিয়ম করে লোডশেডিং করা হয়। এসব ফিডারের আওতায় শায়েস্তানগর, রাজনগর, মোহনপুর, অনন্তপুর, ২নং পুলসহ বিভিন্ন এলাকার গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করে জানান, দিনের বেলা লোডশেডিং করা হলে তো হাটাহাটি করে কোনো রকম চলাচল করা যায়।;

 

তাদের অভিযোগ, ওইসব ফিডারে ১ ঘণ্টা পর পর লোডশেডিং করা হলেও মাঝখানে আবার ১০ মিনিটের জন্য লোডশেডিং করা হয়। এতেই বুঝা যায়, পিডিবি ইচ্ছা করেই ওই ফিডারে অতিরিক্ত লোডশেডিং দিচ্ছে।;

গত বুধবার কোনো সিডিউল ছাড়া ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিদ্যুত বিহীন ছিলো শ্যামলী ফিডারের আওতাধীন সকল এলাকা। এ ছাড়াও সকাল ১০ টার পর থেকে নিয়মমাপিক ১ ঘণ্টা করে লোডশেডিং করা হয়। তবে এই ভোগান্তির শেষ কোথায় তা জানা নেই কারো।;

আরও পড়ুন …

পবিত্র হজ্ব পালন শেষে আলহাজ্ব জি কে গউছ দেশে ফিরেছেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আপনার প্রতিষ্টানের বিশ্বব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com