ক্রাইমসিন নিউজ ডেক্স :
সরকারি প্রশিক্ষণে আসা শিক্ষকদের ডেকে আচরণবিধি ভেঙে মতবিনিময় ও ভোট চাওয়া কেন্দ্র করে কুষ্টিয়া-৩ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতাকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
রোববার বিকালে এ নোটিশ প্রেরণ করেন অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাজহারুল ইসলাম। আগামীকাল ২৬ ডিসেম্বর কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পৃথকভাবে মাহবুব-উল আলম হানিফ ও তার চাচাতো ভাই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকে নোটিশ করা হয়েছে।
রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম।
আরও পড়ুন ….
নোটিশে উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের ট্রেনিং শুরু করার পূর্বে নির্বাচনি সভা করার জন্য বাধ্য করেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। আপনার ওই কার্য জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ১৪-এর লঙ্ঘন।
এতে আরও বলা হয়, ২৬ ডিসেম্বর বেলা ১১টায় অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলামের কার্যালয়ে হাজির হয়ে তার বিরুদ্ধে আনিত অভিযোগের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, কোনো নোটিশের কথা এখনো আমি জানি না। ওসব কিছু না। এ নিয়ে এত পেরেসানির কিছু নেই।