রুবেল হাসান শাহজাহানপুর উপজেলা প্রতিনিধি
বগুড়ার শাহজাহানপুর উপজেলার
শিশু শাকিবা গুরুতর অসুস্থ হয়তো আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে ফুটফুটে শিশু সাকিবা (৭)। সে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামালপুর গ্রামের হতদরিদ্র আব্দুল হালিমের নাতনি। অর্থের ওভাবে চিকিৎসা করতে পারছেনা শাকিবার পরিবার তাই মৃত্যু প্রহর গুনছে এ অসহায় শিশুটি।
সারাদিনের কষ্ট উপার্জিত অর্থ দিয়ে কোন রকমের সংসার চালে আব্দুল হালিম এর, এরই মধ্যে তার মেয়ের কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা সন্তান জন্মের পর থেকেই শাকিবা গুরুতর অসুস্থ হয়ে পড়ে চিকিৎসার পর জানা যায় নাতনি সাকিবা জটিল হৃদরোগে আক্রান্ত। তার হার্ডে একটি ফুটো আছে, সেই সাথে আরো জানা যায় রক্ত নালীতেও একটি ফুটো আছে, এ খবর শুনে আব্দুল হালিমের মাথায় যেন বাজ পড়ল, একদিকে নাতনিকে বাঁচানোর স্বপ্ন, অন্যদিকে সংসারের বেহাল দশা!
ফুটফুটে শিশু সাকিবা আজ জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়েছে।
সর্বশেষ চিকিৎসক আবুল হোসেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা করার পরামর্শ দিয়েছেন।
এ জন্য প্রয়োজন ৪ থেকে ৫ লক্ষ টাকা, যা অসহায় পরিবারটির পক্ষে যোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। সামান্য রোজগার দিয়ে চিকিৎসা খরচ অন্যদিকে সাংসারিক খরচ চালাতে গিয়ে এখন দিশেহারা নানা আব্দুল হালিম।
তাই তার নাতনির সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের নিকট সাহায্যের হাত বাড়িয়েছেন আব্দুল হালিম। যদি আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবেন বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে শিশুটির স্বাভাবিক জীবন
যে যতটুকু পারেন সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আব্দুল হালিম, নগদ বিকাশ নাম্বর- ০১৩১৯-০৬২৪২৬ প্রিয় দানশীল ব্যক্তিদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো