এনামুল হক আলম মৌলভীবাজার
আজ রাতেই গায়ে হলুদ হওয়ার কথা ছিল। বর সেজে রোববার দুপুরে বউ আনতে যাওয়ার কথা আব্দুর রহিমের। কিন্তু ভাগ্যের নির্মমতায় আজ শনিবার দুপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই যুবক।
যে বাড়িতে উৎসব হওয়ার কথা ছিলো সেই বাড়িতেই তার মৃত্যুর খবরে এখন চলছে শোকের মাতম। নিহত আব্দুর রহিম রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের তারা মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, আজ ১০ জুন শনিবার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের মৃত রইছ আলীর মেয়ে ঝর্ণা আক্তারের সাথে আব্দুর রহিমের বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। রবিবার তাদের বিয়ে হওয়ার কথা। গায়ে হলুদ অনুষ্ঠানের জন্য আলোকসজ্জার বাতি টানানো হয়।
সেই বাতির একটি তার ঝুলতে দেখে সরাতে যান রহিম, এক পর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিলেট এমএজি ওসমানী মেডেিকল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।