আমরা সবাই বাংলাদেশী সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ২০০ শত পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ।
এনামুল হজ আলম মৌলভীবাজার জেলা প্রতিনিধ
অদ্য ১৭ ই মার্চ ১৬ রমজান রোজা সংবাদ এম,জসিম জে,কে এর নিজ বাড়ি এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমরা সবাই বাংলাদেশী সামাজিক সংগঠন এর পক্ষ থেকে ২০০ শত অসহায় দরিদ্র ও নামাজি পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয
উক্ত মহতি অনুষ্ঠানে এম,জসিম যে,কে এর সভাপতি
ও তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ শামীম তরফদার লন্ডন প্রবাসী।
বিশেষ অতিথিঃ আহমদ আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান
৭নং চাঁদনীঘাট ইউপি।
খালেক চৌধুরী সভাপতি সম্মিলিত সামাজিক সংগঠন
মহসিন খান মাস্টার সদস্য আমরা সবাই বাংলাদেশী
শেখ বাদশা মিয়া কুয়েত প্রবাসী।
শাহেদ আলী বর্তমান মেম্বার।
মোহাম্মদ লিপন মিয়া সাবেক মেম্বার।
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।