তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দিগ্রাম উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন মোঃ নজিবুল্লাহ মজনু মন্ডল। নন্দীগ্রাম উপজেলার ৫ টি ইউনিয়নে ও একটি পৌরসভার প্রতিটি গ্রামে ও বাজারের দোকানি সহ ভোটার দের সঙ্গে মতবিনিময় করেন এবং চায়ের দোকানগুলিতে সর্বস্তরের জনগনের সাথে গণসংযোগ ও ভোট প্রার্থনা করে আসছেন তিনি।
তার এই প্রচারণার ধারাবাহিকতার অংশ হিসেবে
আজ প্রথমে ৫ নম্বর ইউনিয়নের কাথাম বাজার সহ অত্র উপজেলার ২ নং ইউনিয়নের সিমলা বাজার এবং ৩ নম্বর ইউনিয়নের চৌদীঘি বাজার ও ভাগবজর বাজারে গণসংযোগ কালের প্রচার দৃশ্য গুলি আমার দৃষ্টি গোচরে আসে,,
আমি জনাব নজিবুল্লাহ মজনু মন্ডলের অভিপ্রায় জানতে চাইলে সে আমাকে জানাই আমি নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হইলে অত্র নন্দীগ্রাম উপজেলাকে সন্ত্রাস চাঁদাবাজ ও মাদকমুক্ত স্মার্ট ও একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। জনাব নজিবুল্লাহ মজনু মন্ডল অত্র উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামের মৃত কোরবান আলির পুত্র।
সে সাবেক বগুড়া জেলা পল্লী বিদ্যুৎ সমিতি ১২ এর পরিচালক,, ও
সাবেক চেয়ারম্যান জায়ন প্রপার্টিজ লিঃ এবং বর্তমান
নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য।