হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য মনোনিত হয়েছেন।
গতকাল বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়ার বিষয়টি জানান।
কমিটিতে অধ্যাপক হোসেন মনসুর চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুরকে সদস্য সচিব করা হয়। এতে হবিগঞ্জ থেকে একমাত্র এমপি আবু জাহিরই স্থান পেয়েছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কন্যা ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমাকে যখনই যে দায়িত্ব দেন তা যথাযথভাবে পালনের চেষ্টা করি। তাঁদের নেতৃত্বে এই কমিটিতেও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এমপি আবু জাহির।
আরও পড়ুন …