1. salmankoeas@gmail.com : admin :
ইসলামপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
ডোমারে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত  গাইবান্ধায় কৃষক পরিবারের মেধাবী সন্তান নাফিস মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো মাদকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা ব্লকেড কর্মসূচি মাধবপুর সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা ডিমলায় বিএনপির মতবিনিময় শোভা অনুষ্ঠিত। পটুয়াখালী, ছাত্রলীগ ও যুবলীগ নেতা থেকে হয়ে গেলেন, সেচ্ছাসেবক দল নেতা।। নন্দীগ্রামে শহীদ জিয়ার প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা ডিমলায় খগা খড়িবাড়ি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজস্ব লোককে সভাপতি করার অভিযোগ। মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী দোয়া ও আলোচনা সভা।

ইসলামপুরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ সাগর আলী জেলা প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ Time View

মোঃ সাগর আলী জেলা প্রতিনিধি :

জামালপুর ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪জানুয়ারী) সকালে ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আলোচ্য সূচি অনুযায়ী ৭ জানুয়ারী নির্বাচনের আগে জেলা আওয়ামীলীগের সদস্য স্বতন্ত্র (কেঁচি মার্কা) প্রার্থী এস এম শাহিনুজ্জামান শাহিন বিভিন্ন ইউনিয়নে জনসভায় মাননীয় ধর্মমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও মিথ্যাচার করে বলেছেন ১৩০ কোটি টাকা বিনিময়ে মনোনয়ন নিয়েছেন এবং ২০ কোটি টাকা খরচ করে আমাকে হারানোর চেষ্টা করছেন। উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সেই সাথে স্বতন্ত্র প্রার্থী এস এম শাহিনুজ্জামানের বিরুদ্ধে রেজুলেশনের মাধ্যমে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জোরালোভাবে আহ্বান জানান বক্তারা।

আরও পড়ুন …

দৈনিক ক্রাইমসিন সংবাদকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম বলেন, ১৩০ কোটি টাকা দিয়েছেন এবং ১৩০ কোটি টাকা নিয়েছেন। মনোনয়ন বোর্ডের প্রধান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাহলে কি মাননীয় প্রধানমন্ত্রী ১৩০ কোটি টাকা নিয়েছেন। এইসব মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের বিরুদ্ধে সাংগঠনি ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নবাগত ধর্মমন্ত্রী উন্নয়নের কর্মবীর আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.আব্দুস সালামের সঞ্চালনায়।

বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান শাহজাহান, শাহাদাত হোসেন স্বাধীন, জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনসারী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, সরদার জাকিউল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়া, মহিলা আওয়ামীলীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইনুল ইসলাম সাখী, যুব মহিলালীগের সভাপতি আবিদা সুলতান যুথিঁ, ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, বেলগাছা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা তাতীঁলীগের সভাপতি হাফিজ লিটনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,পৌর আওয়ামীলীগের, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com