ইসলামপুরে গোয়াল ঘরে আগুনে কৃষকের দুইটি গরু পুড়ে ছাই
মোঃ সাগর আলী
জেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের ইসলামপুরে গোয়াল ঘরে আগুন লেগে দুই কৃষকের ২টি গরু পুড়ে মারা গেছে। গত শনিবার (১৬ আগষ্ট) রাত ৭টা দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের খামারিয়া পাড়া গ্রামে কৃষক মাছেদ আকন্দ ও আছাদ আকন্দ বাড়ি গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আরিফুর রহমান চঞ্চল ও সুরুজ্জামান বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই স্থানীয়দের সহয়ত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাস্থলের গোয়াল ঘরে থাকা ১টি গরু পুড়ে মারা গেছে।
আরেকটি গরু বাহিরে নিয়ে আসলে ও মারা গেছে বলে জানাযায়। এছাড়া টিনের গোয়াল ঘরটি পুড়ে যায়।
এ বিষয়ে বাড়ির মালিক কৃষক আছাদ আকন্দ বলেন, প্রতিদিনের মতো আমার স্ত্রী গোয়াল ঘরে গরুকে রেখে চলে আসে। আমি মাগরিব নামাজ আদায় করে বাড়ি আসার সময় হঠাৎ করে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন যেভাবে পেরেছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। গোয়ালে থাকা আমার ২টি গরু পুড়ে মারা যায়। এতে আমার ২ লাখ ৮০ টাকার ক্ষতি হয়ে গেল। এই গরুগুলো আমার সম্বল ছিল।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
Subscribe to get the latest posts sent to your email.