নিজেস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মো: আরজু মিয়া (মেম্বার) সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন।
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৭নং জগদীশপুর ইউনিয়নের ৫নং ওয়াডের ৮বারের নির্বাচিত জনপ্রিয় মেম্বার আলহাজ্ব মো: আরজু মিয়া (মেম্বার)
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবানী” ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
তিনি আরো বলেন,ঈদ-উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোস্ত আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন।
তিনি আরো বলেন,সবাই নিজ নিজ স্থানে থেকে শান্তি পূর্ণ ভাবে পরিবার পরিজন আত্মীয় স্বজনদের নিয়ে ঈদ পালন ও ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান। সকল কে ঈদ মোবারক ও ঈদ শুভেচ্ছা সহ অভিনন্দন জানান।
আরও পড়ুন..
Subscribe to get the latest posts sent to your email.