মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন এর ২০২৩-২৪ অর্থ বছরের ১২ তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
১১ মে (বৃহস্পতিবার) একাটুনা ইউনিয়ন পরিষদের হল রুমে সচিব রমাকান্ত ধর এর সঞ্চালনায় উক্ত বাজেট ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আবু সুফিয়ান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: কামাল হোসেন, চেয়ারম্যান, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ, প্রধান বাজেট বক্তা, মো: শরীফ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান বলেন, ইউনিয়নবাসীর ট্যাক্স এর মাধ্যমে ইউনিয়নে অনেক উন্নয়ন করা সম্ভব। আপনারা সকলেই সময়মতো কর পরিশোধ করবেন।
তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো। জানা যায়, ২০১১ইং সালে একাটুনা ইউনিয়ন পরিষদে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব মো: আবু সুফিয়ান।
এর পর ২০১৬ এবং ২০২২ সালে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। পরপর তিন বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলেন।
এরই ধারাবাহিকতায় ইউনিয়নে বিভিন্ন রাস্তা সংষ্কার, কালভার্ট, ব্রীজ নির্মাণ, কৃষি সেচে সহযোগিতা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, যুব ও মহিলা বেকারদের কর্ম সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। এই বাজেট সভায় তিনি সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বাজেট সভায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় ব্যাক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক,প্রবাসী সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।