এক কিলো রাস্তার বেহাল দশাই ভুগছেন হাজার হাজার মানুষ
তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
বগুড়ার নন্দীগ্রাম ৩ নং ভাটরা ইউনিয়ন ভড় তেতুলিয়া
এক কিলো রাস্তার বেহাল দশা ভুকছেন হাজার হাজার মানুষ রাস্তা টির কিছু অংশে ইট বিছানো হলেও খাদা খন্দ দে একেবারে বেহাল দোষা রাস্তার টির
এ রাস্তা সংলগ্ন দুইটি মসজিদ আছে দুইটি স্কুল আছে ভড় তেতুলিয়া দক্ষিণপাড়া মাটির বাজার হয়ে রাস্তাটি রুপি হার গিয়ে শেষ হয়েছে এ রাস্তা দিয়ে হাজারো একর জমির ধান পাট সরিষা আলু সহ বিভিন্ন ফসলাদি নিজ বাড়িতে ওঠায় কৃষ
জমির শস্য নিজ বাড়িতে তুলতে অনেক খরচের মুখে পড়ে যায় কৃষক এই এক কিলো রাস্তার খাদা খন্দের কারণে চলতে পারে না গাড়ি ঘোড়া অতি অল্প দামে ফসল বিক্রয় করতে হয় কৃষকের
রাস্তা টি পাকা করনের জন্য বহু চেষ্টা চালালেও কোন ফল পাইনি সাধারণ মানুষ তাই জনগণের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি আশা করছে ভড় তেতুলিয়ার জনসাধারণ
Subscribe to get the latest posts sent to your email.