ত্রিপুরারী দেবনাথ তিপু
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩০ এপ্রিল) থেকে। সারা দেশে ১১টি শিক্ষা বোর্ড থেকে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৩ হাজার ৬ শত ৪২ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি ৩০৪৫ জন ও স্পেশাল ২৭৯ জন, মাদ্রাসা শিক্ষার্থী ২৬৮ জন, এবং ভোকেশনাল শিক্ষার্থী ৫০ জন।
৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এন্ড কলেজ সহ ২৭ টি, মাদ্রাসা ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬ টি ভেন্যুতে এসএসসি ৪ টি, মাদ্রাসা ১টি ও ভোকেশনাল ১ টি ভেন্যুতে এবার পরিক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন দৈনিক ক্রাইমসিনকে জানান, পরিক্ষার সকল ধরনের কার্যক্রম সম্পন্ন। আগামী কাল রবিবার সকাল ১০ টায় একযোগে পরিক্ষা অনুষ্ঠিত হবে।
Subscribe to get the latest posts sent to your email.