1. salmankoeas@gmail.com : admin :
এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে চঞ্চল চৌধুরী - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ডোমারে কৃষক দলের বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত  গাইবান্ধায় কৃষক পরিবারের মেধাবী সন্তান নাফিস মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলো মাদকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা ব্লকেড কর্মসূচি মাধবপুর সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত ৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা ডিমলায় বিএনপির মতবিনিময় শোভা অনুষ্ঠিত। পটুয়াখালী, ছাত্রলীগ ও যুবলীগ নেতা থেকে হয়ে গেলেন, সেচ্ছাসেবক দল নেতা।। নন্দীগ্রামে শহীদ জিয়ার প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা ডিমলায় খগা খড়িবাড়ি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিজস্ব লোককে সভাপতি করার অভিযোগ। মাধবপুরে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী দোয়া ও আলোচনা সভা।

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে চঞ্চল চৌধুরী

নিজেস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১১৩ Time View

সারা দেশে আজ রোববার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
আজ সকালে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের যে সকল সন্তান এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের সবার জন্য শুভকামনা। আর যাঁরা অভিভাবক, তাঁদের জন্য দুটি কথা। আমরা কেউই মনে হয় এত ভালো স্টুডেন্ট ছিলাম না বা এসব পরীক্ষায় এত ভালো রেজাল্ট করিনি, যাতে সবাই তাঁদের সন্তানের কাছ থেকে গোল্ডেন ফাইভ আশা করতে পারি।

ভেজা চোখে এখনো দেখতে পাচ্ছি ওই দুটি হাত, তালপাখা…আবেগঘন স্ট্যাটাসে চঞ্চল চৌধুরী

হয়তো অনেক কষ্ট করে, ওদের জন্য চেষ্টা করেছেন। আমাদের সকল সন্তানের মেধা সমান নয়। যে যার মেধা আর চর্চা অনুযায়ী ফলাফল করবে। পারলে ওদের মেধার ওপর আস্থা রেখে, মানসিকভাবে সাপোর্ট দিন।

স্কুলশিক্ষকের সন্তান চঞ্চল চৌধুরী নিজেও একসময় শিক্ষকতা করেছেন। তিনি বলেন, ‘কেউ একটি পরীক্ষায় একটু খারাপ করলে, পরের পরীক্ষায় যেন ভালো করতে পারে, সেই সহযোগিতা করুন। দয়া করে একটা কথা মনে রাখবেন, শুধু একাডেমিক ভালো রেজাল্টই শেষ কথা নয়, তা দিয়ে পরিপূর্ণ মানুষও হওয়া যায় না। বরং সন্তানের আদর্শিক জায়গাটা ঠিক করে দিন, এটা অভিভাবক হিসেবে সবার প্রধান দায়িত্ব। আমার মনে হয়, দেশে মেধাবী মানুষের চেয়ে সৎ মানুষের প্রয়োজন বেশি।’

পরীক্ষার্থীদের উদ্দেশে চঞ্চল বলেছেন, ‘আমাদের সন্তানদের বলছি, সারা বছর যা-ই করে থাকো না কেন, এই কটা দিন ফাঁকি না দিয়ে, মনোযোগী হয়ে পরীক্ষাটা দাও। কারণ সব ভালো তার, শেষ ভালো যার॥ শুধু বাবা-মায়ের জন্য নয়, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়ালেখার প্রয়োজন আছে, শিক্ষিত হওয়ার দরকার আছে। ঠান্ডা মাথায় পরীক্ষাটা শেষ করো, দেখবে ভালো কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে। শেষবারের মতো অভিভাবকদের বলছি, পরীক্ষার টেনশনে ওদের মাথা গরম হলেও আপনি আপনার মাথাটা ঠান্ডা রাখুন। গরম মাথায় ভালো কিছু হয় না।’

এবার এসএসসি ও সমমানের পরীক্ষা ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। আজ সকালে ৯টি বোর্ডের অধীন এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র; এসএসসি ভোকেশনালে বাংলা-২ এবং মাদ্রাসা বোর্ডের অধীন কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা হয়েছে।

ব্রী ২৮ ধান চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষক দায় কার ! দৈনিক ক্রাইমসিন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com