মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অন্যরকম বিদ্যানিকেতনের এসএসসি-২০২৪ ব্যাচের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রুয়ারী রবিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে। সহকারী শিক্ষক সুমন রাহাতের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ে প্রতিষ্ঠা কালিন সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসিন আলী।
আরওপড়ুন …
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা মানপত্র পাঠ ও পরে বিদায়ী বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থীরা।
এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরিন জাহান, শিক্ষিকা মারুয়া খাতুন, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। এসময় বিদায়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।