মাহমুদুল হাসান শুভ : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত কাজিপুর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের আনন্দ ভ্রমণ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয় থেকে কর্মরত সাংবাদিক গণ,” আনন্দ ভ্রমণ উপলক্ষে দিনাজপুরে অবস্থিত স্বপ্নপুরী পিকনিক স্পটে যান তারা। সারাদিন আনন্দ ভ্রমণ শেষে বনভোজন, সাংস্কৃতিক সন্ধ্যা ও লটারি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
আরওপড়ুন …..
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিমন খান, অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক কোরবান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার মুন্সী, কার্যকরী সদস্য আব্দুল মজিদ সহ গোলাম মোস্তফা, মিজানুর রহমান মিনু, নুরালম, অঞ্জনা খাতুন, রাফিউল, শুভ, চয়ন।