কাজিপুরে একহাজার তালবীজ রোপন
মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইছামতি নদীর দুই তীরে এক হাজার তালবীজ রোপন করা হয়েছে।সমাজসেবিকা মরহুম শিউলি খাতুনের আত্মার শান্তি কামনায় এই তালবীজ রোপন করা হয়।সোমবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত ইছামতি নদীর দুই তীরে দুই কিলোমিটার এলাকায় এই তালবীজ রোপনে অংশ নেন সহকারি অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল, রাজফুল ওয়েলফেয়ার ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নাবিল, সমাজ সেবক আসাদুজ্জামান আসাদ, সমাজ উন্নয়ন কর্মী নজরুল ইসলাম, শিক্ষার্থী আশিকুর রহমান, মাসুদ রানা, আবু জাফর, জাহিদ হাসান ।