মাহমুদুল হাসান শুভ
কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরে মেলার উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধণী আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আরা, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অ্ধ্যাপক আবদুল জলিল। উপস্থাপনায় ছিলেন একাডেমিক সুপাইভাইজার আতিকুর রহমান।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী, কৃষি অফিসার শরিফুল ইসলাম, ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্র রানী সাহা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় ২৩ টি স্টলে কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন।
Subscribe to get the latest posts sent to your email.