কাজিপুরে মাঠ থেকে গরুর হাট সরানোর দাবীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠ থেকে গরুর হাট সরানোর দাবীতে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ। রবিবার (১৫ সেপ্টেম্বর) সোনামুখী হাটবারে মাদ্রাসা মাঠ সংলগ্ন রাস্তায় এই মানববন্ধনে তারা অংশ নেন । বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন থেকে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী মাদ্রাসার মাঠে গরুর হাট বসানোর অসুবিধাসমূহ তুলে ধরে নানা স্লোগান দেন।
মানববন্ধনে অংশে নেয়া শিক্ষার্থী বোরহান আহমেদ জানান, রবিবার এলেই আমাদের মাঠ বেলা এগারটার মধ্যেই গরু দিয়ে ভরে যায়। গরু এবং মানুষের চিৎকার চেঁচামেচিতে আমাদের ক্লাস করতে সমস্যা হয়। আমরা এই সমস্যার নিরসন চাই।
সোনামুখী ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন জানান, দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের মাদ্রাসা মাঠ থেকে গরুর হাট সরানোর জন্যে হাট ইজারাদার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। আমরা কাজিপুর উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এরপরেও প্রতি রবিবার মাদ্রাসা মাঠে হাট মাঠ বসে। এতে করে শিক্ষার্থীদের ক্লাসের চরম বাঘাত ঘটে। বিশেষ করে মেয়েদের সমস্যা বেশি হয়। আমরা চাই এখন থেকে মাঠে হাট বসানো বন্ধ হোক।
কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার জানান, ইতোমধ্যে সোনামুখী ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তার মাধ্যমে আমরা হাট ইজারাদারকে মাদ্রাসা মাঠে হাট বসানো বন্ধ করতে পত্র দিয়েছি। তারা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।