মাহমুদুল হাসান (শুভ) কাজিপুর (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জ কাজিপুর মেঘাই ঘাটে এ যেন এক অন্য রকম পর্যটক বিনোদন এর স্থান,এখানে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ ঘুরতে আসে।
তারা ছবি তুলা থেকে শুরু করে ভিডিও করা, নৌকা ভমন, স্পিড বোডে ঘুরাঘুরি করা ব্যস্ত সময় পার করছে এখানে আসছে, হাজার হাজার পর্যটকরা। কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত এক কথায় বলতে গেলে ঈদের লম্বা ছুটিতে ঘুরে বেড়াইতেছেন কর্মজীবী মানুষেরা। এবং সুন্দর মনোরম পরিবেশে ঈদ উৎযাপন করেছে ব্যস্ত সময় পার করছেন বিভিন্না জেলা ও উপজেলা থেকে ছুটে আসা পর্যটনরা একমাত্র কাজিপুর মেঘাই ঘাট কে কেন্দ্র করে।
এখানে সাধারণ নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে পর্যটনদের । এখানে স্পিড বোডের এর পরিচালনা বলেন, এখানে প্রতিবছর এর মত এবার কমতি নেই মানুষ স্পিড বোডে উঠে ঘুরাঘুরি করে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি পর্যটকদের। তিনি আরো বলেন ঈদের দিন থেকেই শুরু হয়েছে মানুষের আনাগোনা এখানে অনেক দূরদূরান্ত থেকে ঘুরতে ছুটে আসছে মেঘাই ঘাটে। এখানে প্রায় দিনে আমাদের ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম হয় এই স্পিড বোড থেকে। এই স্পিড বোড টি চলে তেল এর সাহায্য, ঘন্টায় ৪ লিটার ডিজেল তেল ব্যয় হয় আমাদের । এখানে আরো আছে শিশুদের বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা ও কসমেটিক এর দোকান এবং সেই সাথে থাকছে বিভিন্ন ধরনের চটপটি ফুসকা হালুয়া, দোকান পার্ট ও
গাড়ি রাখার বিশেষ ব্যবস্থা।
ঈদের এক সপ্তাহ পযন্ত মানুষের ঘুরাফেরা চলবে এইরকম সেই সাথে জমে উঠেছে কাজিপুর মেঘাই ঘাট এর জমজমাট মেলা ও দর্শকদের উপচে পরা ভির। সেই সাথে কাজিপুর থানার আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে নিরাপত্তা দিচ্ছেন পর্যটকদের।