কাজিপুরে যুবলীগ নেতা ফিতা রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পাঁচগাছি গ্রামের নবীর মন্ডলের ছেলে যুবলীগের সদস্য রানা আহমেদ ওরফে ফিতা রানার বিরুদ্ধে অসংখ্য প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।গতকাল সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার এক সাংবাদিক সম্মেলনে বেশ কিছু অভিযোগ প্রকাশ করে বিচার দাবী করেছেন।তিনি বলেন,”আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক ও মানবাধিকার কর্মী আবু বাশীরের ব্যবসায়ীক প্রতিষ্ঠান খিদমাহ এন্টারপ্রাইজে ম্যানেজার হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাড়ে সাত লক্ষ টাকা আত্মসাৎ করে এই প্রতারক। এরপর ফুপাতো ভাই মৃত আলতাফ সরকারের ঘর ৩০ হাজার টাকা জামানত দিয়ে ভাড়া নিলেও আওয়ামিলীগ সরকারের শাসনামলে কোন প্রকার মাসিক ভাড়া না দিয়ে উল্টো ৮ লাখ টাকার ভূয়া চুক্তিপত্র প্রদর্শন করে ঘর মালিকের কাছে জামানত ফেরৎ চায়।”
স্বৈরাচারী হাসিনা সরকার পালানোর পরপরই ফিতা রানা আত্মগোপনে যায়।এই খবর পেয়ে বিভিন্ন পাওনাদার এলাকায় এসে দোলা সরকারের কাছে টাকা পাবে বলে অভিযোগ করে।তারপর ঘর মালিক এলাকাবাসীর সহযোগিতায় প্রতারক রানার দোকান ঘর তালা দেয়।এই তালা খোলার জন্য ফিতা রানা দোলা সরকারের কাছে ফোন করে।দোলা সরকার সরল বিশ্বাসে ঘর মালিকের টাকা ফেরত চাইলে সে কৌশলে কল রেকর্ড করে এডিটিং এর মাধ্যমে চাঁদাবাজি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং বিভিন্ন ভূঁইফোড় পত্রিকার মাধ্যমে তা প্রচার করে।অবশেষে দোলা সরকার সহ ৭ জনকে আসামী করে সিরাজগঞ্জ কোর্টে দ্রুত বিচার ট্রাইবুনালে মামলা দায়ের করে।
আমরা অনুসন্ধান করে জানতে পারি,এর আগেও চেক জালিয়াতির মামলায় রানা গ্রেফতার হয়ে জেল খেটেছেন।পিপুলবাড়ীয়ার মা মটরসের সত্ত্বাধিকারী শামীমের কাছ থেকে সাড়ে চার লাখ টাকার ক্রোকারিজ পণ্য নিয়ে ভূয়া চেক দিয়েছে।সিরাজগঞ্জের হিরো মটরস থেকে ২ টি বাইক কিস্তিতে নিয়ে তার সম্পূর্ণ টাকা পরিশোধ না করে তালবাহানা করছে বলে অভিযোগ করেন শো রুমের ম্যানেজার ইসমাইল।এছাড়া ব্রাক সোনামুখী ব্রাঞ্চের ম্যানেজারও টাকা পাবেন বলে অভিযোগ করেন।
ফিতা রানার প্রতারণা নিয়ে অনেকেই নানান অভিযোগ করেছেন।নিজ গ্রাম পাঁচগাছির নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি জানান,”প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াই রানার মূল ব্যবসা,সবার সাথে প্রথমে সুন্দর আচরণের মাধ্যমে সখ্যতা গড়ে তোলে তারপর বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।”ফিতা রানার প্রতারণায় অতিষ্ঠ গ্রামবাসী এর উপযুক্ত বিচার দাবী করেছেন।
Subscribe to get the latest posts sent to your email.