কাজিপুরে শালিসী বৈঠক কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা
সিরাজগঞ্জের কাজিপুরে শালিসী বৈঠক কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর কাছে চাদা দাবি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার উপজেলার সোনামুখী ইউনিয়নের দক্ষিণ পাইকপাড়া গ্রামের ইছামতি এন্টারপ্রাইজে মালিকের কাছে চাদা দাবি ও হামলা করে বলে জানা যায়।
সরেজমিন গিয়ে জানা যায় গতকাল দক্ষিণ পাইকপাড়া গ্রামের খোকা হাওলাদারের ছেলে মঙ্গল হাওলাদারের বাড়িতে পারিবারিক একটি শালিসী বৈঠক হয়, সেই বৈঠকে মুরুব্বী হিসেবে উপস্থিত ছিলেন ইছামতি এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন তারা, বিচার কে কেন্দ্র করে একই গ্রামের ছেলেরা চাদা দাবি করে ব্যবসায়ী আনোয়ার হোসেন তারার কাছে, চাদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা চালায় এবং ব্যবসায়ীকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন।
ইছামতি এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন তারা বলেন, গতকাল আমার বাড়ির পাশে মঙ্গলের বাড়িতে একটি পারিবারিক শালিসী বৈঠক বসে, বৈঠক কে কেন্দ্র আমার একই গ্রামের
খোকা হাওলাদারের ছেলে মঙ্গল হাওলাদার,
গুটু মিয়ার ছেলে রবিউল হাসান, বাবলু মিয়ার দুই ছেলে জুয়েল মিয়া ও সাজু মিয়া,বিপ্লব মিয়ার ছেলে নাঈম সরকার, রফিকুলের ছেলে হালিম মিয়া, আফজালের ছেলে মান্নান সহ অজ্ঞাত বিশ পঁচিশ জন আমার কাছে ২০ হাজার টাকা চাদা দাবি করে, আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে হামলা চালায়,হামলায় শাটার ভাঙ্গার চেষ্টা করে এবং আমার প্রাননাশের হুমকি দেয়, আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে বিচার দাবি করছি।
এবিষয়ে খোকা হাওলাদারের ছেলে মঙ্গল হাওলাদার জানান আমার পারিবারিক একটা বৈঠক হয়েছে আমার বাড়িতে,কিন্তু তারা ভাইয়ের কাছে চাদা দাবি ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে আমি কিছু জানি না।
এবিষয়ে অন্যান্য অভিযুক্তদের সাথে বারবার যোগাযোগ করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি, এবং এই হামলার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।