কাজিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ইন্তেকাল
মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ যোহর রাষ্ট্রীয় সালাম প্রদান শেষে তার নামাজে জানাযা মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় সালামে অংশ নেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম আবুল কালাম আজাদ ১৯৫৩ সালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভাঙ্গারছেও নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি ১৯৯০ সালে কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুমের ছোট ভাই অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শামসুদ্দিন জানান, গত ২৭ অক্টোবর ঢাকায় শেওড়াপাড়া নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি কর হলে সেখানেই গত ২৮ অক্টোবর মারা যান। তিনি দুই মেয়ে, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মরহুম আজিজুর রহমান ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার জানাযা নামাজে উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, বীর মুক্তিযোদ্ধাগণ ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
Subscribe to get the latest posts sent to your email.