কাজিপুরে সোনামুখী বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা
মাহমুদুল হাসান( শুভ) ,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
নতুন এক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজিপুরের সোনামুখী বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন।
শনিবার (১০ই আগস্ট) দুপুরে সোনামুখী যুব ও ছাত্র সমাজের ব্যবস্থাপনায় এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।
এ সময় শিক্ষার্থীরা সোনামুখী বাজার এলাকায় পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিষ্কার করে এবং সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ জানান