কাজিপুর পৌর প্রশাসক এডিসি আবিদা- উপজেলা প্রশাসক ইউএনও সোহরাব
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ মাহমুদুল হাসান শুভ
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার প্রশাসক পদে নিয়োগ পেলেন আবিদা সুলতানা, আর উপজেলা প্রশাসক পদে ইউএনও সোহরাব হোসেন নিয়োগ পেলেন। গত ১৮ আগস্ট স্থানীয় সরকার ( পৌরসভা/ উপজেলা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর মাধ্যমে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে।
আবিদা সুলতানা বিসিএস ৩০তম ব্যাচের এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হিসেবে কর্মরত আছেন। আর সোহরাব হোসেন হচ্ছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকেই (১৯ আগস্ট) তারা স্ব-স্ব দায়িত্বভার গ্রহণ করেছেন। এর ফলে প্রায় একটানা দুই সপ্তাহের অচলাবস্থার নিরসন হলো। এসব প্রতিষ্ঠানে জনগণের সেবার দ্বার উন্মুক্ত হলো।