মাহমুদুল হাসান শুভ কাজীপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ঘরে থাকা বিদ্যুৎতের শর্টসাকিট থেকে লাগা আগুনে রবিবার ভোর ৬.০০ সময় এক বৃদ্ধ ভিক্ষুকের মর্মান্তিক মৃত্যু হয়।
নিহত ব্যক্তি নাম হলো মোজাম প্রামানিক তার বয়স হয়েছিলো ৫৫ বছর সোনামুখী ইউনিয়নের রশিকপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।
স্হানীয় লোকজনেরা আমাদের জানায় আমরা ফরজ নামাজ পড়ার জন্য বাড়ী থেকে বের হয় তখন দেখি একটা ঘরে আগুন লেগেছে আমরা তখনি সাথে সাথে এখানে এসে আগুন নেভানো চেষ্টা করি।
পরে আমাদের একজন কাজীপুরে ফায়ার সার্ভিসের কল দেই পরে তারা সাথে সাথে একটি দল ঘটনা স্হলে গিয়ে আগুন নেভায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান জানান, বৃদ্ধব্যাক্তি বিভিন্ন জনের থেকে সহযোগিতা নিয়ে চলত ওনার স্ত্রী অনেক আগে মারা গিয়েছেন।
ছেলে-মেয়েরা জীবিকার তাগিতে ঢাকায়
থাকেন কাজীপুর ফায়ারসার্ভিস কর্মকর্তা আলতাব হোনেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খুব বাজে ভাবে পোড়া বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
কাজীপুর থানা পুলিশ অফিসার শহিদুল ইসলাম জানান শুনেছি বৃদ্ধ ঘরে একাই থাকতেন। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।#(ছবি আছে )