মাহমুদুল হাসান শুভ কাজীপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজীপুরে সম্ভাব্য দুই প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ.লীগের সদস্য সেলিম উদ্দিন নিজেদের পক্ষে প্রার্থীতা ঘোষণা করে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম প্রমূখ।