তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার :
কাহালু উপজেলার বান্দাইখাড়া এফ এ ইউ এ দাখিলী মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পান বান্দাইখাড়া গ্রামের কৃতি সন্তান মো: রাকিবুর রাশেদীন (রিপন মন্ডল)।গত ২০-০৩-২০২৪ইং রোজ:বুধবারে কাহালু উপজেলার পরিসংখ্যান অফিসে বান্দাইখাড়া এফ এ ইউ এ দাখিলে মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পান।
তিনি সব সময় মানুষের সেবায় নিয়োজিত।রিপন মন্ডল বান্দাইখাড়া দাখিলী মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষক এবং শিক্ষিকা ও সকল ছাত্র-ছাত্রীকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেছেন বান্দাইখাড়া মাদ্রাসার যেকোনো সমস্যা হলে পাশে আছে এবং থাকবে সারাজীবন মানুষের পাশে থেকে কাজ করে যাবেন ।রিপন মন্ডল বর্তমানে ৮নং জামগ্রাম ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য।তিনি সবসময় সুখে দুঃখে মানুষের পাশে আছেন আর সারা জীবন থাকবেন।
তিনি মানুষকে ভালোবাসেন,,মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান।সকলকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।