এনামুল হক আলম মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ৈও নগদ টাকাসহ ৩ জুয়ারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে (১০ জুন) বিকেলে এসআই সুজন তালুকদারসহ কুলাউড়া থানার একটি বিশেষ টিম কুলাউড়া থানাধীন ১৩ নং কর্মধা ইউপিস্থ কালুটি চা বাগানের জনৈক সমীর রবিদাসের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে জুয়ারিদের আটক করেন।
আটককৃতরা হলেন,আজির মিয়া (৩৮), পিতা- মৃত তৈমুছ আলী, সাং- হাসিমপুর, ছালেক মিয়া(৪৫), পিতা- মৃত মফিজ আলী, সাং- বাবনিয়া,ময়না মিয়া (৬০), পিতা- মৃত এরশাদ আলী, সাং- লক্ষ্মীপুর, সর্ব থানা- কুলাউড়া।
আটককৃত ব্যক্তিদের থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস এবং নগদ ২৯৫০/- টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় আটককৃত ৩ জন এবং পলাতক ০২ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
Subscribe to get the latest posts sent to your email.