এনামুল হক আলম মৌলভীবাজার
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতি কালে ১। হৃদয় আহমদ বাহার (৩০), ২। আল আমিন (৩৭) এবং ৩। সাজু মিয়া (৩৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩রা মে) রাত সাড়ে ১০ ঘটিকার সময় কুলাউড়া পৌরসভার শিবির রোডের শফিক অটো ফার্নিচার নামক দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ জানান, ”অস্ত্র নিয়ে ডাকাততির উদ্দেশ্যে কয়েকজন লোক শিবির রোড এলাকায় জড়ো হয়েছে এমন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজনের কাছ থেকে একটি খেলনা পিস্তল (পিস্তল সাদৃশ্য গ্যাস লাইটার), মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।”
এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।