এনামুল হক আলম মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
কুলাউড়া থানার অভিযানে রাবার ও গাছ চোর চক্রের সক্রিয় সদস্য এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শাহেল খানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) উপজেলার বরমচাল রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহেল উপজেলার রাউৎগাঁও গ্রামের মৃত সুরুজ খানের ছেলে।
পুলিশ জানায়, শাহেল খান ১টি মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অপর মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি। সে এলাকার চিহ্নিত রাবার ও গাছ চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধে ৮টি মামলা রয়েছে।
আরও পড়ুন ….