কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ঘনঘন চুরির প্রতিবাদে প্রতীকী অনশন পালন করেছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।;
রবিবার (১৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এ অনশন পালন করেন তারা। এ সময় চোর-ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেপ্তারসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে ব্যর্থ কর্মকর্তাদের অপসারণের দাবিও জানান নেতৃবৃন্দরা।;
কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাফেজ বদরুল ইসলামের সঞ্চালনায় প্রতীকী অনশনে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সিনিয়র সহসভাপতি রফিক মিয়া ফাতু, মাওলানা আব্দুল ওয়াহিদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, দপ্তর সম্পাদক ডাক্তার কুতুব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খন্দকার আফজাল হোসেন, নারী উদ্যোক্তা বিষয়ক সম্পাদিকা সুফিয়া রহমান ইতি।;
আরও বক্তব্য রাখেন- ব্যবসায়ী সোলেমান হোসেন, শেলুর রহমান, মো. আমীর হোসেন, কলিম উদ্দিন, কামরুল ইসলাম, আব্দুল হান্নান, হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান মিয়া, ব্যবসায়ী সমিতির ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি, নজরুল ইসলাম, আব্দুল মুতলিব, গৌছ মিয়া, আব্দুল মোহিত, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, রাজু আহমদ দুলাল, অশোক চন্দ্র, ওয়ার্ড সদস্য এনামুল হক, আবুল কালাম রাসেল, আব্দুল মন্নান, জুনেদ আহমদ প্রমুখ। অনশনে বক্তারা বলেন, চোর-ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেপ্তার, বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে ব্যর্থ কর্মকর্তাদের অপসারণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে যেকোনো মুহূর্তে কুলাউড়া বাজারের সর্বস্তরের দোকানপাট বন্ধ করে দেওয়া হবে।;
পরে দুপুর ১২টার দিকে কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল অনশনকারী ব্যবসায়ীদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।;
আরও পড়ুন …