
এনামুল হক আলম মৌলভীবাজার জেলা সংবাদদাতাঃ
কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে জমসেদ আলী ও রুহুল আমিন নামে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) রাতে এএসআই তাজুল ইসলাম, এএসআই নাজমুল হোসেন, এএসআই রুমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানাধীন কর্মধা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ১। জমসেদ আলী সিআর ১৪০/১১ (বন) মামলায় ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতারকৃত অন্য আসামি ও মোঃ রুহুল আমিন ওরফে সুন্দর আলী সিআর ২৭৩/০৮ (বন) মামলায় ০১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি। আসামিদ্বয় দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
আজ সকালে আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জমসেদ আলী,,পিতা- আমজদ আলী, সাং- বুধপাশা ২ ও মোঃ রুহুল আমিন ওরফে সুন্দর আলী, পিতা- রকিব আলী, সাং- কর্মধা, উভয় থানা – কুলাউড়া।
আরও পড়ুন …
Discover more from দৈনিক ক্রাইমসিন
Subscribe to get the latest posts sent to your email.