নোমান আহমদ জুড়ী, প্রতিনিধি :
কুলাউড়ায় ট্রাক্টর-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৭ টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমতলাবাজার বাজারের নর্তন এলাকায় দুর্ঘটনা ঘটে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনায় নিহত হন উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে লংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রেদোয়ানুল ইসলাম রাফি।
আহতরা হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক রাজনগর গ্রামের কয়নাল মিয়া (৪০), অটোরিকশার যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের হোসেন আলীর ছেলে ব্যাংকার সালাউদ্দীন (৩০), টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ভুপিকা দের ছেলে ননি দে (৫০)।
আরও পড়ুন …
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: ময়নুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাফির মৃত্যু হয় এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করি।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। দূর্ঘটনার পর ঘাতক চালক পলাতক রয়েছে।