নিজস্ব প্রতিবেদক :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সপরিবারে আহত ও কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হওয়ার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় মাধবপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়ককের উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করা হয়।
আরওপড়ুন …
এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলমগীর কবির সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জনি পাঠান, সদস্য সচিব এমদাদুল হক সুজন ও স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতাকর্মীরা । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জসিম শিকদার, যুবদল নেতা হাজী রুবেল আহমেদ, রনি আহমদে,পৌর ছাত্রদলের আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক ইমন খান, আশরাফুল ইসলাম খান শাকিল, দিপুসহ প্রমূখ।