চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে রাতে বিক্ষোভ মিছিল।
দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী মো.জায়েদ বলেন, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।
আরেক শিক্ষার্থী হাফেজ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এদের কাজই হলো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা।
এছাড়া এই ঘটনায় বরিশালের বাবুগঞ্জে অবস্থিত পবিপ্রবির বহিঃস্থ ক্যাম্পাসেও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।।#