চুনারুঘাট প্রতিনিধি :
বাহুবলের মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।;
আটককৃতরা হলেন, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভূগলী গ্রামের লাল মিয়া চৌধুরীর ছেলে লিটন মিয়া চৌধুরী (২৮) ও একই উপজেলার লামাতাশি ইউনিয়নের দ্বিমুড়া এলাকার শের আলীর ছেলে মোঃ শাহ মোস্তফা (২৩)।;
এর আগে ৩১ জুলাই দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করে।;
পুলিশ জানায়, আটককৃত লিটন ও মোস্তফার অন্যতম সহযোগী অলিন মিয়া ও রিয়াজুল হক নামে দুইজনকে গত ২৯ জুলাই রাতে চুরির সরঞ্জামসহ উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যানুযায়ী লিটন ও মোস্তফাকে আটক করা হয়। পরে একই অভিযোগে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালত সোপর্দ করা হয়।;
অলিন মিয়া (২৮) বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের রফিক মিয়ার ছেলে ও রিয়াজুল হক (৩১) একই এলাকার আব্দুল হাইর ছেলে।
উল্লেখ্য, গত ২০ জুলাই পৌর শহরের উত্তর বড়াইল এলাকায় দুই বাসায় নারী ও শিশুসহ ৮ সদস্যকে চেতনা নাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লোট করে নেয় অজ্ঞান পাটি।;
এ ঘটনায় পৌর শহরের বাসিন্দা আব্দুল হাই জিতু অজ্ঞাতনামা আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন। এর পর থেকে পুলিশ অজ্ঞান পার্টিরচক্রকে গ্রেফতার করতে চুনারঘাটসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। পুলিশের চলমান বিভিন্ন অভিযানে এ পর্যন্ত ওই মামলায় পুলিশ ছয়জনকে গ্রেফতার করলেও চুরি হওয়া মালামাল এখনও উদ্ধার হয়নি।;
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক বলেন, ‘আটককৃত ৪ সদস্য গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের তথ্যমতে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আশা করি দ্রæত সময়ের মধ্যে অজ্ঞান পাটিচক্রের গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব’।;
আরও পড়ুন ….