1. salmankoeas@gmail.com : admin :
চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও ডায়রিয়ার প্রকোপ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে শীতার্ত মানুষের মাঝে প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ ডিমলায় নিহত মীর কাশেমের খুনিদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ। অপারেশন ডেভিল হান্ট ৪র্থ দিনে অভিযান চালিয়ে দুমকিতে গ্রেফতার- ১ পটুয়াখালী ভার্সিটিতে প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে।। আজ পহেলা ফাল্গুন মাধবপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রে.ফ.তার -৩ মাধবপুরে সরকারি গাছ কেটে নিয়ে গেলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টে প্রায় ৬০০০ জন গ্রেফতার ও বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার। দিনাজপুরে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৩০০ পরিবার দুমকী উপজেলায়, অবৈধ মাদকের রমরমা কারবারি, ঝুঁকছে শিক্ষার্থীরা

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও ডায়রিয়ার প্রকোপ

চুনারুঘাট প্রতিনিধি :
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১২৬ Time View

চুনারুঘাট প্রতিনিধি :

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে, হাসপাতালে শয্যাসংখ্যা সীমিত থাকায় বেশির ভাগ রোগীকে চিকিৎসার জন্য রাখা হচ্চে মেঝেতে।;

গুরুতর রোগীরা ছুটছেন জেলা সদর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৫ ও ১৬ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ৭০ রোগী। সর্বশেষ তথ্যমতে সেখানে চিকিৎসাধীন ৫৫ জন।;

এর মধ্যে ১৩ জনই ডায়রিয়ায় আক্রান্ত। এছাড়া ভর্তি রয়েছেন জ্বর, পেট ব্যাথাসহ অন্যান্য রোগে আক্রান্তরাও। সময়ের সঙ্গে চাপ বাড়তে থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। ওয়ার্ডের ভেতর জায়গা না থাকায় অনেক নারী রোগীকে পুরুষ ওয়ার্ডের ফ্লোরে চিকিৎসা নিতে হচ্ছে।;

সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, নারী রোগীদের জন্য সেখানে ১৮ শয্যার একটিমাত্র ওয়ার্ড রয়েছে। সেখানে রোগী আছেন ২৩ জন। সিট না পেয়ে তাদের মধ্যে কয়েকজন ওয়ার্ডের মেঝেতে শুয়ে আছেন। পীরেরগাঁও এলাকার এক রোগীর স্বজন পাভেল মিয়া জানান, শনিবার তাঁর মা পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।;

তিনি কোনো শয্যা পাননি। বাধ্য হয়েই তাঁকে হাসপাতালের মহিলা ওয়ার্ডের মেঝেতে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়।;

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ  মোজাম্মেল হোসেন জানান, হাসপাতালের সবাই সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন রোগীদের সেবা দিতে। তবে ছাড়পত্র পাওয়ার পরও মারামারির ঘটনায় জড়িত কিছু রোগী আহতদের সনদের জন্য জোর করে সিট দখলে রেখেছেন। তাদের জন্য প্রকৃত রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।;

ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত রোগী আয়তন এলাকার খায়রুন্নাহার ও জারুলিয়া এলাকার সাহেদা খাতুন জানান, মারামারির আঘাত নেই এমন বেশ কয়েকজন রোগীকে চিকিৎসক ছাড়পত্র দিলেও তারা যেতে আগ্রহী নন।;

এসব রোগীর দাবি, হাসপাতালে তারা কয়েক দিন থাকলে জখমি সনদ ভারী হবে, যা মামলায় কাজে দেবে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের একজন সেবিকাও।;

গাজীপুর বাসুল্লা এলাকার ডায়রিয়া আক্রান্ত আরেক রোগীর অভিভাবক মনির মিয়া জানান, দু’দিন ধরে রোগী নিয়ে হাসপাতালে আছেন, তবে শয্যা পাচ্ছেন না। হাসপাতালের বারান্দায় ফ্যান নেই।;

তাই গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালে কর্মরত চিকিৎসক  জানান, সঠিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্তের পাশাপাশি জ্বর ও পেট ব্যাথায় আক্রান্ত রোগীদের কারও অতিরিক্ত সমস্যা হলে হবিগঞ্জে পাঠানো হচ্ছে।;

হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ  মোজাম্মেল হোসেন  জানান, ২৪ ঘণ্টায় ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী এসেছেন। তাদের মধ্যে অর্ধেকই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।;

রোববার সকালে নতুন আরও দু’জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। নদনদী, খাল-বিলের দূষিত পানি ব্যবহারের আগে ঠিকমতো শোধন না করায় হয়তো ডায়রিয়া ছড়াচ্ছে।;

এমন পরিস্থিতিতে সবাইকে খোলা পানি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। জনবল সংকটের কারণে কর্তব্যরতদের বাড়তি চাপ নিতে হচ্ছে। তবে রোগীদের প্রয়োজনীয় ওষুধ এবং স্যালাইনের যথেষ্ট মজুত আছে বলে জানান তিনি।;

আরও পড়ুন …

আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটিতে ।। এমপি আবু জাহির

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com