মাধবপুর উপজেলা প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৭ নং জগদীশপুর ইউনিয়নের ৮ বারের নির্বাচিত মেম্বার বর্তমান জগদীশপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আরজু মিয়া ওরফে আরজু মেম্বার শারীরিক ভাবে ভীষণ অসুস্থ।
উনি এলাকাবাসীর কাছে শারীরিক সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।
জগদীশ পুর ইউনিয়নের বেজুড়া গ্রামের মরহুম ছবুর হোসেনের ২য় পুত্র মো: আরজু মিয়া যৌবনকাল থেকেই এলাকাবাসীর খেদমতে নিজেকে নিয়োজিত করে সততার সঙ্গে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করায় উনার প্রতি সম্মান রেখে এলাকাবাসী টানা ৮ বারের মত উনাকে নির্বাচিত করেন।
আরওপড়ুন …
মো: আরজু মিয়া দীর্ঘদিন যাবৎ শারীরিক ভাবে অসুস্থ, তিনি ঢাকাস্থ গ্রীন লাইফ হসপিটালের ডা,অধ্যাপক নুরুদ্দীন জাহাঙ্গীর এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। উনার হার্টে ম্যাকানিকাল বাল্ব লাগানো রয়েছে তাছাড়া বিগত ৬মাস পূর্বে উনার বাইপাস সার্জারি করা হয়।
গ্রীন লাইফ হসপিটালের ডা,অধ্যাপক নুরুদ্দীন জাহাঙ্গীর জানান প্যানেল চেয়ারম্যান মো: আরজু মিয়া মেম্বার কে সুস্হার জন্য টানা ৬ মাস বেড রেষ্ট দেওয়া হয়েছে।