জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোর ফুলতলা বাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে রিফাত আহমেদ (১৭)। চার ভাই এবং তিন বোনের মধ্যে রিফাত সবার ছোট ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সাগরনালের একটি মাঠে রিফাত আহমেদসহ কয়েকজন রাতে ব্যাডমিন্টন খেলতেন। শুক্রবার রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলার জন্য পল্লী বিদ্যুতের লাইন থেকে মাঠে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন রিফাত। একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি পার্শ্ববর্তী শিমুল গাছের উপর পড়ে যান।
আরও পড়ুন ..
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন।খবর পেয়ে জুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইন উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।