সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী কর্তৃক বাংলাদেশের জনগণের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর ওই বছরের ২৬ জুন থেকে চলতি বছরের ৭ জুন পর্যন্ত ৭৫৮ কোটি ৮ লাখ ৭৫০ টাকা টোল আদায় করা হয়েছে।
আজ সংসদে জাতীয় পার্টির সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।
সরকারি দলের সদস্য মোছা. খালেদা খানমের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যান প্রণয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
Subscribe to get the latest posts sent to your email.