1. salmankoeas@gmail.com : admin :
ডিএমপি ! জামায়াতের সমাবেশ নিয়ে যা ভাবছে - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুমকিতে টানা তিন দিনের বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, ভেসে গেছে পুকুরের চাষের মাছ। সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার কাজিপুরে মাঠ থেকে গরুর হাট সরানোর দাবীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন দিনাজপুরের ফুলবাড়ীতে আব্দুর রহমান ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩ নং ভাটরা ইউনিয়ন বিএনপি উদ্যোগে মতবিনিময় সভা হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছিল পন্ডিতপুকুর নবীগঞ্জে জনতার হাতে ভুয়া চক্ষু চিকিৎসক আটক গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত মাধবপুরে বিক্ষোভ দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, প্রেসক্লাবের নিন্দা! ফুলবাড়ীতে মোবাইল ক্রেতাদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে। কাজিপুরে শালিসী বৈঠক কেন্দ্র করে প্রতিষ্ঠানে হামলা

ডিএমপি ! জামায়াতের সমাবেশ নিয়ে যা ভাবছে

নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ১১৪ Time View

আগামীকাল শনিবার জামায়াতের সমাবেশ করার আবেদন পর্যালোচনা করছে ঢাকা মহানগর পুলিশ। প্রথমবার দলটির আবেদন নাকচ করে দেয়ার পর মঙ্গলবার দলটি ফের সমাবেশের অনুমতির জন্য আবেদন করেছে।

ডিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন। কিন্তু সবাই নাশকতা ও বিশৃঙ্খলার শঙ্কায় অনুমতি না দেয়ার পক্ষে মত দিয়েছেন। এমনকি ডিএমপি’র মাঠ পর্যায়ের কর্মকর্তারাও সমাবেশের পক্ষে মত দিচ্ছেন না। তবে এখনও অনুমতি দেয়া বা না দেয়া নিয়ে ডিএমপি’র পক্ষ থেকে খোলাসা করে কিছু বলা হয়নি। ডিএমপি’র নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, সমাবেশ ১০ তারিখ তাই এখনও হাতে সময় রয়েছে। এর ভেতরে আরও যাচাই-বাছাই করা হবে। বিশেষ করে দলটি সমাবেশের নামে নাশকতামূলক কোনো কর্মকাণ্ড করার পরিকল্পনা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। জামায়াতে ইসলামীকে বিক্ষোভ সমাবেশের অনুমতি নিয়ে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা রাজনীতি করেন তাদের রাজনৈতিক অধিকার রয়েছে সভা-সমাবেশ করার।তারা তাদের মতামত প্রদর্শন করবে, জানাবে এটাইতো স্বাভাবিক।

আমি যতদূর জানি, জামায়াতে ইসলামী এখন নির্বাচন কমিশনের স্বীকৃত একটি দল নয়। কাজেই এ বিষয়ে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার নিরূপণ করবেন। এখানে সমাবেশ করতে দিলে কোনো নাশকতা বা বিশৃঙ্খলার সম্ভাবনা রয়েছে কিনা। এরপরই তারা সিদ্ধান্ত দেবেন। ডিএমপি’র যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার মানবজমিনকে বলেন, জামায়াতের পক্ষ থেকে যে আবেদনটি করা হয়েছে সেটি কমিশনার গ্রহণ করেছেন। এখন সকল দিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত জানাবেন। কি সিদ্ধান্ত দেবেন সেটির অপেক্ষা করছি আমরা। তার পরবর্তী বিষয়গুলো পরবর্তী সিদ্ধান্তে আসবে। অনুমতি না পেয়েও যদি সমাবেশ করে জামায়াত তবে পুলিশের ভূমিকা কি থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কেউ পাবলিক বা প্রাইভেট প্রোপার্টির ক্ষতি সাধন করে এবং জনসাধারণের নিরাপত্তার জন্য  হুমকির কারণ হয়ে দাঁড়ায় যখন যে মাত্রায় আইন প্রয়োগ করা দরকার সেটি করবো।  সংশ্লিষ্টসূত্রগুলো বলছে, শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।

তিন দফা দাবিতে বড় সমাবেশ করার জন্য দলটির নীতি-নির্ধারণী পর্যায় থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের বার্তা দেয়া হয়েছে। এর আগে ৫ই জুন কর্মদিবস থাকার কারণে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। তাই এবার ছুটির দিন শনিবার দেখে তারা অনুমতির আবেদন করেছে। দলটি আশা করছে ডিএমপি তাদের এবার অনুমতি দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতেই সমাবেশ করতে চায় দলটি। শনিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়ে গত মঙ্গলবার বিকালে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধিদল মিন্টো রোডের ডিএমপি কার্যালয়ে গিয়ে আবেদনপত্র জমা দেন। একই দাবিতে গত ২৯শে মে পুলিশের কাছে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে আটক হয়েছিলেন জামায়াতে ইসলামীর চার নেতা। পরে যাচাই-বাছাই শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছিল।

এদিকে শনিবার জামায়াতের বিক্ষোভ সমাবেশ ঘিরে ধরপাকড় শুরু হয়েছে। মঙ্গলবার রাতে বনানী থানা জামায়াতের আমীর তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। ওয়্যারলেস গেটের নবাবী রেস্টুরেন্ট থেকে তাদের আটক করে বুধবার পুলিশ বাদী মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম মামলায় উল্লেখ করেন, আসামিরা পরস্পর যোগসাজশে বর্তমান সরকারকে উৎখাত ও পতনের লক্ষ্যে জনসাধারণ, সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কর্মকাণ্ডের লক্ষ্যে ষড়যন্ত্র করছিলেন। বনানী ওয়্যারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। সেখান থেকে রাতে তাদের আটক করা হয়।

সূত্র: মানবজমিন

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আপনার প্রতিষ্টানের বিশ্বব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com