এনামুল হক আলম মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) রাতে মৌলভীবাজার ডিবির এসআই আজিজুর রহমান এর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে সদর উপজেলার ফতেহপুর ২নং মনুমুখ ইউনিয়নের সরকার বাজারের বাদে ফতেহপুর গ্রাম থেকে শাহিন মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত শাহিন ফতেহপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। এসময় গ্রেপ্তারকৃতের দেহ তল্লাশী করে ১০০পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, আটককৃত শাহিন মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজারের বিভিন্ন থানায় ৭ টি মাদক মামলা রয়েছে। শাহিন মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন …
Subscribe to get the latest posts sent to your email.