কমলগঞ্জ প্রতিনিধিঃ
কমলগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে ৬২ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম মারুফ (৩৪),কান্ত মিয়া(৪০) ও সাজু আহমেদ রাজু (৩৪) নামে তিন জরকে আটক করেছে ডিবি পুলিশ।
রোববার (৪জুন) রাতে কমলগঞ্জ থানাধীন চন্ডিপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই তিনজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ঘটিকার সময় এএসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম কমলগঞ্জ থানাধীন পৌরসভা এলাকার ৫নং ওয়ার্ডের চন্ডিপুর গ্রামে আটককৃত মাজহারুল ইসলাম মারুফের বাড়িতে অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থল থেকে মোঃ মাজহারুল ইসলাম মারুফ (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোছার বাম পাশ হতে একটি লাল রংয়ের পলিথিনে মোড়ানো ৪০ (চল্লিশ) পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, ২। কান্ত মিয়া (৪০) এর দেহ তল্লাশী করে একটি লাল রংয়ের পলিথিনে বা মোড়ানো ১২ (বারো) পিছ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, এবং ৩। সাজু আহমদ @ রাজু (৩৪) এর দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার এর বাম পাশের পকেট হতে (গ) একটি লাল রংয়ের পলিথিনে মোড়ানো ১০ (দশ) পিছ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ মোট (৪০+১২+১০)=৬২ (বাষট্টি) পিস কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত আসামিগণ দীর্ঘদিন যাবত কমলগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
এ ঘটনায় আটককৃত তিনজন এবং পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।